What is the difference between hardware and software?

hardware,hardware and software,software,hardware vs software,what is hardware and software,software and hardware,computer hardware and software,what i

Hello dear guest - Welcome to MR Laboratory . You have come to MR Laboratory for information about What is the difference between hardware and software? Today I will conclude this article by discussing What is the difference between hardware and software? in detail. Search Google to know more about What is the difference between hardware and software? write What is the difference between hardware and software? or click here mrlaboratory.com for visit. See the page Table of content for know the main topic of this article.

 



আমরা জানি, কম্পিউটারের দুটি অংশ থাকে। একটি হলো হার্ডওয়্যার আর আরেকটি সফটওয়্যার। কম্পিউটার এই দুইটির মাধ্যমে চলে। একটি কম্পিউটারের যা দৃশ্যমান অর্থাৎ দেখা যায় এরকম যন্ত্র ও যন্ত্রাংশকে হার্ডওয়্যার বলে। হার্ডওয়্যার বলতে কীবোর্ড, মাউস, মনিটর ইত্যাদিকে বুঝায়। আর দেখা যায় না অথচ অন্তরালে থেকে কম্পিউটারকে চালায় তাই সফটওয়্যার। যেমনঃ বিভিন্ন প্যাকেজ প্রোগ্রাম। একটা কী-বাের্ড, মনিটর, সিস্টেম ইউনিট ন্যূনতম এই কয়টি হার্ডওয়্যার সামগ্রী যুক্ত করে কম্পিউটার থেকে আমরা কাজ পেতে পারি। হার্ডওয়্যার ও সফটওয়্যার এর পার্থক্য নিচে তুলে ধরা হলো।


হার্ডওয়্যার

১. কম্পিউটারের বিভিন্ন যন্ত্রপাতি যার উপস্থিতি আছে তাকে হার্ডওয়্যার বলা হয়। উদাহরণ: মনিটর, হার্ডডিস্ক, প্রসেসর, র‌্যাম, রম ইত্যাদি।

২. দেখা যায় এবং স্পর্শ করা যায়।

৩. সফটওয়্যার ছাড়া হার্ডওয়্যার প্রাণহীন দেহের মতো।

৪. হার্ডওয়্যার তৈরি করতে বড় শিল্প প্রতিষ্ঠান গড়তে হয়।

৫. হার্ডওয়্যার সফটওয়্যারকে নিয়ন্ত্রণ করে না।

৬. দীর্ঘদিন ব্যবহারে হার্ডওয়্যার নষ্ট হয়ে যেতে পারে।

৭. ভাইরাস হার্ডওয়্যারের ক্ষতি করতে পারে না।

৮. একই হার্ডওয়্যার একজন বা কয়েকজন ব্যবহার করতে পারে।

৯. হার্ডওয়্যার তৈরি করে যানবাহনের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন জায়গায় পৌঁছাতে হয় যা সময় সাপেক্ষ।


সফটওয়্যার

১. কম্পিউটারের ল্যাংগুয়েজ দিয়ে তৈরি নির্দেশাবলি বা প্রোগ্রামিং কোডসমূকে সফটওয়্যার বলা হয়।

২. স্পর্শ করা যায় না।

৩. হার্ডওয়্যার ছাড়া সফটওয়্যার অর্থহীন।

৪. সফটওয়্যার তৈরি করতে বড় কোন ইন্ডাস্ট্রি প্রয়োজন নেই।

৫. সফটওয়্যার হার্ডওয়্যারকে নিয়ন্ত্রণ করে।

৬. আজীবন ব্যবহার করলেও সফটওয়্যার নষ্ট হয় না।

৭. কম্পিউটার ভাইরাস সফটওয়্যারের ক্ষতি করতে পারে।

৮. একই সফটওয়্যার কপি করে লক্ষ লক্ষ লোক ব্যবহার করতে পারে।

৯. সফটওয়্যার তৈরির পর ইন্টারনেটের মাধ্যমে মুহূর্তের মধ্যেই সারা পৃথিবীর লক্ষ লক্ষ গ্রাহকের কাছে সহজেই পৌঁছানো যায়।



English


We know that a computer has two parts. One is hardware and another is software. The computer runs through these two. Hardware is called a computer, which is visible and seen on a computer. Hardware refers to keyboards, mice, monitors, etc. It is not seen but the software that runs the computer from time to time. For example, various package programs. A Keyboard, Monitor, System Unit Minimum How many hardware components can we get from a computer with this hardware added? The differences between hardware and software are highlighted below.


Hardware

১. The various devices that are present on the computer are called hardware. Examples: Monitor, hard disk, processor, RAM, ROM etc.

2. Can be seen and touched.

৩. Hardware without software is like a lifeless body.

৪. To make hardware, large industries are set up.

৫. The hardware does not control the software.

৬. Hardware may be damaged for long periods of use.

৭. The virus cannot damage the hardware.

৮. The same hardware can be used by one or a few.

৯. The hardware is made to reach various parts of the world by means of vehicles which is time consuming.

Software

১. Software, called instructions or programming codes, created by a computer's language.

2. Can't be touched

৩. Software without hardware is meaningless.

৪. No big industry is required to create software.

৫. The software controls the hardware.

৬. Lifetime software is not wasted.

৭. Computer viruses can damage software.

৮. Millions of people can copy and use the same software.

৯. After creating the software, it is easily accessible to millions of customers around the world in an instant through the internet.

Note: Some images of this post have been collected from Google, Facebook and various sites. If anyone has any objections please comment - the image will be removed.

You are indeed a valued reader of MR Laboratory. Thank you so much for reading What is the difference between hardware and software? article. Please let us know how you feel after reading this article.

Next post Previous post
There are no comments
Leave your comments about this post

Please comment in accordance with the policy - otherwise your comments will not be accepted.

comment url