Youtube Marketing

Youtube Marketing - MR Laboratory
Youtube Marketing - MR Laboratory

Youtube Marketing

অনলাইন ভিডিও লাইব্রেরিতে  বর্তমানে ইউটিউব সবার উপরে । বিশ্ব সেরা  টেক জায়েন্ট গুগল এর প্রডাক্ট ইউটিউব , সেরা তো হবেই । ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটররা গুগল থেকে কিছু টাকা আয় করতে পারে , ফলে অনেকে ইউটিউবার হিসেবে নিজের ক্যারিয়ার গড়তে চায় । তখন সামনে চলে আসে হাজারো সমস্যা । কারো চেনেল নষ্ট হয়ে যায়, কারো চেনেল হ্যাক হয়ে যায় ,  কারো চেনেলে এডসেন্স অন হয় না , আরো কত কি ।  ইউটিউবে সমস্যা ছাড়া কয়েকটি বিষয় কে বেশি জোড় দিতে হয় , তা হলো SEO /সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন  এবং  ভালো কন্টেন্ট তৈরি করা  । আপনার ভিডিও কিওয়ার্ড রিলেটেড তৈরি করতে হবে এবং কিওয়ার্ড ও ব্যবহার করতে হবে ভিডিও তে , মানুষের সার্চচেবল কিওয়ার্ড ব্যবহার করতে হবে ভিডিও তে ।কোন কিছু করতে গেলে ভালো ভাবে করতে হবে , জানতে হবে সেই বিষয়ের টুকিটাকি সেটিং গুলো । তাই আমাদের এই পেইজে থাকবে ইউটিউব সম্পর্কিত নানা প্রশ্নের উত্তর এবং ট্রিক্স । সাথেই থাকুন এবং আপনার পছন্দের পোস্ট পড়ুন নিচ থেকে । আপনার প্রশ্ন থাকলে সাবমিট করুন FAQ তে গিয়ে ।