termux commands list bangla

 

termux commands list bangla
termux commands list bangla

termux commands list bangla

আপনি এই যদি এই commands গুলি অনুশীলন করেন তাহলে টারমাক্সে commands গুলি কীভাবে কাজ করে তা আপনি নিজেই জানতে পারবেন। যদি আপনার কোনও প্রশ্ন বা ধারণা থাকে তবে মন্তব্য করুন আমি আপনাকে সাহায্য করতে পেরে খুশি হব।


Update all the packages installed on the system:

apt update && apt upgrade

নতুন কোনও আপডেট উপলব্ধ থাকলে, এটি আপনাকে টার্মিনালে জিজ্ঞাসা করবে যে ,আপনি কি আপগ্রেড করতে চান yes or no, আপনি আপগ্রেড করতে চাইলে Y টিপুন।


Grant storage permission:

termux-setup-storage

এখন আপনি টারমাক্স ব্যবহার করে আপনার storage এবং এতে থাকা সমস্ত ফোল্ডার অ্যাক্সেস করতে পারবেন।


List all the files and directories:

ls

এই কমান্ডটি আপনাকে আপনার বর্তমান working dirictory এর সকল ফোল্ডার এবং ফাইলগুলি প্রদর্শন করবে।


Know Which directory you are in:

pwd

এই কমান্ডটি আপনাকে দেখাবে , আপনি বর্তমানে কোনো ডিরেক্টরি আছেন। 

List all the files and directories with Hidden Files:

ls -a

ls কমান্ডের সাথে -a যোগ করলে এটি আপনাকে সকল hidden file(লুকায়িত ফাইল) গুলি দেখাবে ।


Move forward in directories:

cd storage


cd কমান্ড আপনাকে কোনো একটি ফোল্ডারের নিয়ে যায়।আপনি টার্মনালে

Cd লিখে একটি স্পেস যে ফোল্ডারে যেতে চান সেই ফোল্ডারের নাম লিখুন, তাহলে এই কমান্ডটি আপনাকে সেই ফোল্ডারে নিয়ে যাবে।আমি storage এ চলেছি।


Move backward in directories:

cd ..

CD.. টাইপ করলে (cd এবং .. এর মধ্যে আমাদের স্পেস রাখতে হবে) আপনি যে ডিরেক্টরিটিতে ছিলেন সেখানে ফিরে যাবেন।


Clear Screen:

clear


clear লিখলে আপনার টারমাক্স টার্মিনাল আগের যত command এবং result আছে সব সাফ হয়ে যাবে।


Create a folder or a directory:

mkdir folderName


mkdir এর কিজ ডিরেক্টরি তৈরি করা । mkdir টাইপ করে একটি স্পেস দিন এবং ফোল্ডারের নাম টাইপ করুন তাহলে সেই নামে একটি floder তৈরি হবে। তৈরি হওয়া ফোল্ডার দেখতে ls টাইপ করে enter টিপুন।


Delete a folder or a directory:

rmdir folderName

rmdir এর কাজ ডিরেক্টরি ডিলিট করা।

rmdir টাইপ করে একটি স্পেস দিন এবং যেই ফোল্ডারি delet করতে চান সেই ফোল্ডারের নাম টাইপ করুন তাহলে সেই নামের folder টি হয়ে যাবে। 


Delete Non-Empty directory or folder in termux:

rm -rf folderName

দয়া করে সাবধানতার সাথে এই কমান্ডটি ব্যবহার করবেন। এই command টি কোনও ফোল্ডার এবং এর মধ্যে থাকা সমস্ত ফাইল delete করে ফেলবে। আপনি github থেকে ডাউনলোড করা কোনও project ডিলিট করতে চাইলে এই command টি কার্যকরী হয়।


Search for the specific package in termux:

pkg search package-name

এটি আপনাকে সেই প্যাকেজ নামের সাথে সম্পর্কিত সমস্ত প্যাকেজ দখাবে।



Copy a file from one directory to another directory:

cp files-name file-path

cp এর কাজ কোনো file কে কপি করা।cp লিখে একটি স্পেস দিয়ে আপনি যে file টি কে কপি করতে চান তার নাম আর একটি স্পেস দিয়ে pathবা আপনি যেখানে এই file টি কে কপি করতে চান। [উদাহরণ হিসেবে:pubg.apk / storage/download  ]

তাহলে এই pubg.apk /storage/download  ফোল্ডারে কপি হয়ে যাবে। 


See the Details of a Package in Termux:

apt show nano

এই command টি কোনো একটি প্যাকেজ সম্পর্কে পরিপূর্ণ তথ্য প্রদান করবে। 


List all the available packages in termux:

pkg list-all

 এটি টারমাক্সেসের APT repository সংগ্রহস্থলে  থাকা সমস্ত উপলব্ধ প্যাকেজ আপনাকে দেখাবে।


Install a Package:

pkg install packageName

এটির মাধ্যমে আপনি আপনার প্রয়োজনীয় package গুলো install  করতে পারবেন। Just type....pkg install একটি space দিয়ে আপনি যে প্যাকেজ টি install করতে চাইছেন তার নাম। [উদাহরণ :  pkg install python ] তাহলে এখানে pyhon package টি install হবে। 


Check all the running processes in Termux:

top

এই কমান্ডটি আপনাকে আপনার টারমাক্সে চলমান সমস্ত কাজগুলো  প্রদর্শন করাবে।  টারর্মাক্সের হোম টারমিনালে ফিরে আসার জন্য   CTRL + C  টিপুন। 


Install Python in termux:

Pkg install git 

git কমান্ডটি আপনাকে github থেকে যে কোনো  প্রজেক্ট ডাউনলোড করার অনুমতি প্রদান করে। 



Download projects from GitHub repository :

git clone Link-of-the-project


আপনি যদি github থেকে কোনও প্রজেক্ট ডাউনলোড করতে চান তবে উপরেরটি কমান্ডটি  ব্যবহার করতে হবে। আপনাকে শুুধু  git clone লিখে Link of the project এর স্থলে আপনার প্রজেক্টর লিংক দিতে হবে। এটি স্বয়ংক্ররিয় ভাবে প্যাকেজটি ডাউনলোড করে নিবে। 

Example: pkg install git https://github.com/htr-tech/nexphisher



Delete a file in termux:

 rm file-name

ডিরেক্টরি মধ্যে যে কোনো ফাইল ডিলিট করার জন্য rm লিখে যে ফাইলটি ডিলিট করতে চান তার নাম লিখে enter   চাপুন । তাহলেই ফাইলটি ডিলিট হয়ে যাাবে। 



List all the installed Packages in termux:

dpkg --list

এই কমান্ডটি ব্যবহার করে আপনার টারমাক্স  অ্যাপে ইন্সটল হয়ে আছে এরকম সকল প্যাকেজের  তালিকা  দেখতে পারবেন। 



List all the previous used commands history in termux:

history

এই কমান্ডটি ব্যবহার করে আপনি টারমাক্সে যত কমান্ড ব্যবহার করেছেন তার ইতিহাস দেখতে পারবেন। 



অবশ্যই পড়ুন:  কীভাবে টারমাক্সে মেটাসপ্লয়েট ইন্সটল করবেন(রুট ছাড়াই)?


Check your spent time in termux:

uptime 

এই কমান্ডটি ব্যবহার করে আপনি টারমাক্সে কত সময় ব্যয় করেছেন তার তথ্য দেখতে পারবেন। 



Check your Memory Usage in Termux:

free -h -t

এই কমান্ডটি ব্যবহার করে আপনি আপনার ফোনের মেমোরির কত জায়গায় ব্যবহার করছেন এবং কত জায়গায় খালি আছে তার পরিপূর্ণ তথ্য দেখতে পারবেন। 



Check your current ip address in termux:

ifconfig

এই কমান্ডটি ব্যবহার করে আপনার বর্তমান আইপি অ্যাড্রেস দেখতে পারবেন। 


termux commands list,termux commands,termux command list,termux basic commands,termux,list of termux commands,termux command list in hindi,termux commands list in hindi,best termux commands,termux basic commands list,termux commands list in hindi 2021,matrix termux commands,termux tools commands,basic commands in termux,termux command create,termux basic command,how to use linux command in termux,termux tools,termux tutorial,starwars termux commands




There are no comments
Leave your comments about this post

Please comment in accordance with the policy - otherwise your comments will not be accepted.

comment url