সমরেশ মজুমদার বই pdf
সমরেশ মজুমদার বই pdf |
সমরেশ মজুমদার বই pdf
কালবেলা উপন্যাস PDF Download
আমার পড়া প্রথম কালজয়ী উপন্যাসএটি।
খুব চমৎকার এবং হৃদয় স্পর্শী উপন্যাস এটি। এক কথায় হৃদয় স্পর্শ করে গেছে।
বেশী ভালো লেগেছে অনি এবং লতার (অনিমেষ এবং মাধবীলতা) প্রেম। কখনো ভালোবাসি না বলে কীভাবে দুজন দুজনকে ভালোবাসে, মাধুবীলতা সবসময় তার পাশে থাকে,তার জন্য বাড়ি ছেরে চলে আসে,তাদের ভালোবাসায় পরিনিত ছোট্ট শিশুটিকে অনিমেষের পরিচয়ে বড় করে তুলে।
একটু কষ্ট হয় যখন অনিমেষ একের পর এক রাজনীতিতে জড়িয়ে পরে নিজের অনিচ্ছায়। এবং তাকে যখন পুলিশআটক করে এবং জিজ্ঞাসাবাদের বদলে ছেরে দেবার কথা বলে সে রাজি হয় না এবং তার কারনে মাধবীলতার প্রেগ্নেন্সি সহ অত্যাচার সহ্য করতে হয়।
উপন্যাসটিতে অনি এবং লতা ছাড়াও আমার প্রিয় চরিত্র সমুহ হচ্ছে নীলা,সুভাষ দা, সরিৎশেখর।
এককথায় ভালোলাগারমতোএকটিউপন্যাস এটি।
সত্যি বলতে আমি অনিমেষ এবং মাধবীলতার প্রেমের মোহতে পরে গেছি। দোয়া করি জীবন চলার পথে এমন কাওকে জেন পাই।
উপন্যাস : কালবেলা সমরেশ মজুমদার PDF Download link:
উত্তরাধিকার সমরেশ মজুমদার PDF
সমরেশ মজুমদার,সাতকাহন সমরেশ মজুমদার,সমরেশ মজুমদারের গল্প,সমরেশ মজুমদারের উপন্যাস,সমরেশ মজুমদার উপন্যাস,কালবেলা সমরেশ মজুমদার,উত্তরাধিকার সমরেশ মজুমদার pdf,বই,কালবেলা সমরেশ মজুমদার pdf download,সমরেশ মজুমদারের হৃদয় ছোঁয়া বাণী,সমরেশ মজুমদারের উপন্যাস pdf download,সমরেশ মজুমদা,সমরেশ মজুমদার ছোটগল্প,মৌষলকাল সমরেশ মজুমদার,হায় সজনি সমরেশ মজুমদার,কালপুরুষ সমরেশ মজুমদার,সাতকাহন – সমরেশ মজুমদার,গর্ভধারিণী সমরেশ মজুমদার,উত্তরাধিকার সমরেশ মজুমদার,
You cannot comment with a link / URL. If you need backlinks then you can Contact with us