-->

Why not use free wifi?

    কেন ফ্রি ওয়াইফাই ইউস করবেন না? 
     আমরা সবাই কমবেশি ফ্রি ওয়াইফাই এর পাগল। ফ্রি ওয়াইফাই কতটা ভয়াবহ হতে পারে একবার চিন্তা করে দেখেছেন🤔। আপনি কোথাও ঘুরতে গেলেন আর ফ্রিতে ওয়াইফাই একটা পেলেন সাথে সাথে কানেক্ট করে নিলেন। রাউটার এডমিন চাইলেই আপনার আইপি বের করে নিতে পারবে ও চাইলেই আপনার মোবাইল সহ কন্ট্রোল করতে পারবে। আইপি মানে তো বুঝেন। যার পুরো অর্থ ইন্টারনেট প্রটোকল আমরা যে Facebook.com এ ভিসিট করি এইটা মানুষ সহযে বুঝতে পারার জন্য এই নামটা ইউস করা হয়েছে। এই নেইম টা সার্ভার এর সাথে যুক্ত হতে একটা আইপির সাহায্য নিতে হয় ওই আইপিটা আপনাকে সার্ভার এ নিয়ে যায়। এবং সার্ভার থেকে ডেটা আদান-প্রদান হয়। আপনি চাইলে ওই আইপিতে ভিসিট করে ও ফেইসবুক চালাতে পারবেন। 31.13.78.35 এইটা হলো ফেইসবুক এর আইপি এইটাতে ভিসিট করলে facebook.com চলে আসবে। তো আমি যেই বিষয়টা বোঝাতে চাচ্ছিলাম সেইটা হলো হ্যাকার রাউটার এডমিন এ গিয়ে ফেইসবুক এর আইপি স্পুপিং করে ফেইসবুক এর পেইজ চেঞ্জ করে দিতে পারবে, আর আপনি ফেইসবুক এ লগ ইন করলে ও তার কাছে পাসওয়ার্ড চলে যাবে। আপনি হয়ত চিন্তা করতেছেন এই রকম এডভান্স হ্যাকার দেশে নাই। আসলে যারা এগুলো করে তাদেরকে তো আপনি দেখতে পাবেন না চিনবেন কিভাবে। এইভাবে রাউটার এডমিন চাইলে প্রতিটা সাইট এর আইপি চেঞ্জ করে দিতে পারে যেইটাকে ডি এন এস স্পুপিং ও বলা হয় । সো যেখানে সেখানে গিয়ে ওয়াই-ফাই কানেক্ট করা থেকে বিরত থাকুন ✋✋। ধন্যবাদ সাথে থাকুন ❤️
    Copyright © MR Laboratory
    Newer post Older post

    RELATED ARTICLES