How To get free domain । কিভাবে ফ্রিতে ডোমেইন নিবেন । Blogger Tutorial - MR Laboratory
How To get free domain । কিভাবে ফ্রিতে ডোমেইন নিবেন । Blogger Tutorial - MR Laboratory
![]() |
How To get free domain । কিভাবে ফ্রিতে ডোমেইন নিবেন । Blogger Tutorial - MR Laboratory |
হাই আমি মিজান । এম আর ল্যাবরেটরি থেকে । আজ আমি আপনাদের দেখাব কিভাবে ফ্রিতে ডোমেইন নিতে হয় এবং এই ফ্রি ডোমেইন কিভাবে ব্লগ সাইটে যুক্ত করতে হয় । আমাদের সবার ব্লগ সাইট আছে কিন্তু এর লিঙ্ক টা অনেক বড় , যা মনে রাখা অনেক কষ্ট কর । যেমন আমাদের আগের ডোমেইন ছিল mrlaboratory.blogspot.com , যা একটি সাবডোমেইন কিন্তু এখন mrlaboratory.com আগের টার চেয়ে এখন এর টা অনেক সহজ । যাই হোক এখন বলি কেন ফ্রিতে ডোমেইন নিবেন , এবং ফ্রিতে ডোমেইন নিয়ে আপনি কি কি কাজে লাগাতে পারবেন । প্রথমত বলতে গেলে আপনি আপনার সাইট এর লিঙ্ক সর্ট করতে পারবেন ফ্রিতে ডোমেইন কিনে , এতে আপনার ভিসিটররা আপনার সাইট এর URL মনে রাখতে পারবে । যা পরবর্তীতে চাইলে সে ভিসিট করতে পারবে । তারপর আপনি কয়েকটি রেডিমিট সাইট তৈরি করে সেল করতে পারবেন এই ফ্রী ডোমেইন ব্যবহার করে । তারপর আপনি আপনার দক্ষতা বাড়ানোর জন্য ও চর্চা করতে পারেন । মোট কথা আপনার কাজে আসবেই । আমি কিন্তু ফ্রি ডোমেইন কিনে চর্চা করেছিলাম । এখনো অনেক রেডিমিট সাইট অন্যকে দেখানোর জন্য এই ফ্রি ডোমেইন গুলো ব্যবহার করি ।
আর বেশি বক বক না করে চলুন দেখে আসি কিভাবে ফ্রিতে ডোমেইন কিনতে হয় এবং ব্লগ সাইটে যুক্ত করতে হয় ।
কিভাবে ফ্রি ডোমেইন নিতে হয়
আগে আমরা ডোমেইন নিব । এর জন্য ব্রাউজার ওপেন করে google.com এ গিয়ে গুগল আইডি/জিমেইল আইডি লগ ইন করে নিব ।
তারপর ডোমেইন প্রভাইডার এর কাছে যাব । click here . ..
অনেকে পরিচিত এই ডোমেইন প্রভাইডার এর সাথে ।
এই ডোমেইন প্রভাইডার সম্পর্কে এক্টু বলি ।
এই ডোমেইন প্রভাইডার .TK / .ML / .GA / .CF / .GQ ডোমেইন প্রভাইট করে যা আপনি ফ্রিতে ও নিতে পারবেন এবং পেইড ও নিতে পারবেন । আমরা অবস্যয় ফ্রিতেই নিব । ফ্রিতে নিলে ১২ মাস পর্যন্ত মেয়াদ থাকবে । কিন্তু আমারা আজীবন ব্যবহার করার জন্য একটা ট্রিক্স অনুসরন করব ।
লিঙ্ক এ ভিসিট করার পর নিছের মতো একটি পেইজ দেখতে পারবেন ।
তারপর বক্স এ আপনার ডোমেইন নাম টি লিখবেন । তারপর Check Availability তে ক্লিক করবেন ।
কিছুক্কন লোড হয়ে আপনাকে দেখাবে আপনার কাঙ্গিত ডোমেইনটি Availabe আছে কিনা ।
যেমন্টা আমার মতো
![]() |
Free Domain - MR Laboratory |
এইখানে দেখতে পারতেছে যে আমি MRLAB লিখে সার্চ দিচি কিন্তু আমার .tk এক্সটেনশন টি available নেই , .ml এবং ga avilable আছে । তার মানে এগুলো আমি নিতে পারব ।
তাহলে এখন আমি ml ডোমেইন টি নিব , তাই ml Domain এর পাশে Get it now এ ক্লিক করব ।
তারপর checkout এ ক্লিক করব ।
![]() | |
|
তারপর আরেকটি পেইজ আসবে ওখান থেকে আপনি period এ 12 months @ free সিলেক্ট করে দিবেন । তারপর কন্টিনিউ তে ক্লিক করবেন ।
![]() | |
|
তারপর Review & Checkout একটি পেইজ আসবে । এইখানে আমরা গুগল দিয়ে লগ ইন করব ।
তাই গুগল চিহ্নের উপর সাইন ইন এ ক্লিক করব ।
![]() | |
|
তারপর আমার ইমেইল একাউন্ট টি সিলেক্ট করে দিব ।
![]() | |
|
এখন তারা আমার ইমেইল এ একটা মেসেজ পাঠাবে কনফার্ম করার জন্য । তাই আমরা এখন gmail.com এ যাব । এতে freenom থেকে আসা একটি ইমেইল দেখতে পারব ।
এইটী ওপেন করলে একটি লিঙ্ক দেখা যাবে । লিঙ্ক এ ক্লিক করে ভেরিফাই করে নিব ।
![]() | |
|
লিঙ্ক এ ক্লিক করলে কিন্তু আপনাকে কিছু ইনফরমেশন দিতে বলবে ।
আপনি আপনার ইচ্ছা মতো ইনফরমেশন দিতে পারেন , কোন সমস্যা নাই ।
তারপর I have read and agree to the Terms & Conditions এ অবস্যয় ঠিক মার্ক দিয়ে দিবেন ।
তারপর Complete Order এ ক্লিক করবেন ।
![]() | |
|
এখন আমাদের অর্ডার টা কমপ্লেট হয়ে গেছে ।
এখন আমরা চাইলে আবার freenom.com এ ভিসিট করতে পারি অথবা এখান থেকে ও কাজ করতে পারি । সুবিধার জন্য আমারা freenom.com এ ভিসিট করব । তারপর যদি সাইন ইন করা না থাকে থাহলে সাইন ইন করে নিব । সাইন ইন এ ক্লিক করে গুগল আইডি সিলেক্ট করে দিলে সাইন ইন হয়ে যাবে ।
সাইন ইন করার পর service থেকে my domain এ ক্লিক করবেন ।
![]() | |
|
এখন আমরা আমাদের ডোমেইনটি ব্লগ এ যুক্ত করব এজন্য মেনেজ ডোমেইন এ ক্লিক করব কিছু ডি এন এস সেট আপ করার জন্য ।
![]() | |
|
![]() | |
|
এখন আমাদের ব্লগ থেকে আমাদের ডি এন এস গুলো আনতে হবে । তার জন্য আমারা blogger.com এ ভিসিট করব । তারপর ব্লগার এর বেসিক সেটিং থেকে ব্লগ এড্রেস এ যাব এবং + Set up a third-party URL for your blog এ ক্লিক করব । এখন আমাদের ডোমেইন টি লিখব যেমন আমার ডোমেইন হচ্ছে mrlab.ml তা লিখব , অবস্যয় (www.) দিতে হবে তাই www.mrlab.ml দিব । লিখার পর Save এ ক্লিক করব ।
![]() | |
|
Save এ ক্লিক করলে Error দেখাবে এবং কিছু ডি এন এস দেখাবে , যা আমাদের ডোমেইন এ এড করতে হবে ।
![]() | |
|
এই খানে দুটি ডি এন এস দেওয়া আছে এগুলো এড করব ।
এই রেকর্ড গুলো যেভাবে দিবেন । ছবিটি দেখুন । বুঝতে পারবেন
![]() | |
TLD
|
এইখানে যেই বিষয় গুলো খেয়াল করবেন তা হচ্ছে type এর মধ্যে থেকে CNAME অবস্যয় সিলেক্ট করে রাখবেন , name এবং target আপনার ব্লগ এর গুলো কপি করে দিবেন ।
এবং save changes এ ক্লিক করে save করে দিবেন ।
রেকর্ড গুলো সংরক্ষন হলে
- Record added successfully
- Record added successfully
- দেখাবে ।
এখন আমাদের আরো ৪টি ডি এন এস যোগ করতে হবে । যা আমি যেই রকম দিব তা আপনার দিতে পারবেন । এই ডি এন এস গুলো ব্লগারের সবার জন্য একই রকম ।
ডি এন এস গুলো
- 216.239.32.21
- 216.239.34.21
- 216.239.36.21
- 216.239.38.21
৪ টি A রেকর্ড নিবেন । টারগেট এ এই আইপি গুলো একটি একটি বসিয়ে দিবেন । কোন নাম দিতে হবে না । যেমন >>>
তারপর সংরক্ষন করে ফেলবেন ।
আশাকরি বুঝতে পেরেছেন , না বুঝে থাকলে কমেন্ট করে জানাবেন ।
অনেক কষ্ট করে লিখাটা লিখালাম । ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন ।
এই টিউটোরিয়াল নিয়ে একটি ভিডিও আছে আমাদের , না বুঝলে এইটা ও দেখতে পারেন ।
পরবর্তী টিউটোরিয়াল কিভাবে ডোমেইন ফরওয়ার্ড বা রি ডাইরেক্ট করবেন ।
সাথে থাকুন নতুন কিছু শিখতে ।
ধন্যবাদ সবাইকে ।
© Copyright MR Laboratory
![]() | |
|
Very good tutorial. Its the best blog when you need free domain. Also we can use it as a testing purpose.
After that when you are going to start online business. Buy your domain and hosting from one of the best trusted Bangladeshi Hosting company. Please Visit us and make a call to our number to get 3months free ultra fast hosting with 24X7 support.
it is in reality a correctly-researched content material and high-quality wording.
I got correspondingly engaged in this fabric that I couldnt wait analyzing. i am impressed in the end your positioned it on and skillability. thank you
GK Battle Quiz
Amazon Quiz
General Knowledge Quiz
English Stories
BedTime Stories
Short Stories
Short BedTime Stories
Short English Stories
Short BedTime English Stories