ফেইসবুক এর জন্ম তারিখ পরিবর্তন করুন
আমি আগেই বলে নিচ্ছি ভিডিওটি তাদের জন্য যাদের ফেইসবুকে জন্মতারিখ পরিবর্তন করা যাচ্ছে না । ফেইসবুকে জন্মতারিখ পরিবর্তন করা যায় কিন্তু যখন লিমিট ক্রস হয়ে যায় , তখন আর পরিবর্তন করার অপশন থাকে না । তখন এই কাজটা ফেইসবুকে একটা লিঙ্ক এ গিয়ে সাবমিট করতে হয় । আমাকে অনেকে মেসেজ করেছে যে তাদের জন্মতারিখ পরিবর্তন করা যাচ্ছে না এবং আমি অনেককে এই কাজটা বুঝিয়ে দি এবং অনেককে নিজে করে দি , কিন্তু অনেকে বুঝে নাই , এজন্য আমার এই টিউটোরিয়ালটি করা । আজ আমি আপনাদের দেখাব কিভাবে ফেইসবুক এর জন্মতারিখ পরিবর্তন করতে হয় যখন লিমিট ক্রস হয়ে যায় । এই ব্যপারটা অনেক সহজ তাই টিউটরিয়ালটি তেমন বড় ও হবে না চলুন তাহলে শুরু করি ।
এই কাজটা ফেইসবুক এপ্স দিয়ে হবে না তাই আপনাকে ব্রাউজার দিয়ে করতে হবে । শুরুতে ব্রাউজার ওপেন করে নিবেন , তারপর facebook.com এ গিয়ে আপনার একাউন্ট লগইন করে নিবেন , যে একাউন্ট এ জন্মতারিখ পরিবর্তন করতে চান ।
লগইন করার পর নিছের লিঙ্ক এ ভিসিট করবেন
https://www.facebook.com/help/contact/233841356784195
এইখানে আপনার জন্মতারিখ লিখবেন , এবং রিজন এর মধ্যে This is my real birthday সিলেক্ট করে দিবেন , তারপর সেন্ড এ ক্লিক করবেন । এই কাজটা করার পর কমপক্ষে এক ঘন্টা অপেক্ষা করবেন , তারপর দেখবেন জন্মতারিখ পরিবর্তন হয়ে গেছে । ধন্যবাদ
ভিডিও দেখতে পারেন না বুঝলে
Search tag