দুর্গন্ধযুক্ত খাবার খেয়ে মসজিদে না আসা
হযরত জাবের বিন আব্দুল্লাহ রা. বলেন : রাসুলুল্লাহ সা. ইরশাদ করেছেন: যে ব্যক্তি রসুন আথবা পিঁয়াজ খায়, সে যেন আমাদের থেকে বা আমাদের মসজিদ থেকে দূরে থাকে। আর সে যেন নিজ ঘরে বসে থাকে। (বুখারী: ৮১৩) শাব্দিক কিছু তারতম্যসহ এ হাদীসটি মুসলিম, তিরমিযী, আবু দাউদ ও নাসাঈ শরিফেও বর্ণিত হয়েছে।
হযরত জাবের রা. থেকে মুসলিম শরীফের বর্ণনায় উল্লেখ রয়েছে যে, রসূলুল্লাহ স. ইরশাদ করেন: যে ব্যক্তি এ দুর্গন্ধ গাছ থেকে খায় সে যেন আমাদের মসজিদের নিকটে না আসে। কেননা মানুষ যেসব জিনিসে কষ্ট পায় তা দ্বারা ফিরিশতারাও কষ্ট পায়। (মুসলিম: ১১৩৪) শাব্দিক কিছু তারতম্যসহ এ হাদীসটি বুখারী শরীফেও বর্ণিত হয়েছে।
সারসংক্ষেপঃ পিয়াজ-রসুন খেয়ে মসজিদে আসার নিষেধাজ্ঞা শুধু উক্ত দ্রব্যদ্বয়ের সাথে সীমাবদ্ধ নয়। বরং মুখের দুর্গন্ধে মানুষ ও ফিরিশতারা কষ্ট পায় এমন যে কোন জিনিসের ব্যাপারেই এ হুকুম প্রযোজ্য হবে। কারণ, মূল উদ্দেশ্য মুসলমান কষ্ট পায় এমন কাজ থেকে অন্যদেরকে ফিরিয়ে রাখা। সুতরাং বিড়ি, সিগারেট, হুক্কা, গুল বা এ জাতীয় কোন জিনিস ব্যবহার করা অথবা গুরুত্বসহকারে মেসওয়াক ব্যবহার না করা মুখে দুর্গন্ধ সৃষ্টি করে যা মানুষের জন্য পীড়াদায়ক হয় সবই এ হুকুমের আওতাভূক্ত। রসূলুল্লাহ সা.-এর উদ্দেশ্য এটা নয় যে, আমরা এগুলো ব্যবহার করবো আর মসজিদ ছেড়ে দিবো। বরং উদ্দেশ্য হলো: মসজিদে নিয়মিত আসবো আর যেসব জিনিসের দ্বারা মানুষ কষ্ট পায় তা ছেড়ে দিবো।

Credit Tuneround
হযরত জাবের রা. থেকে মুসলিম শরীফের বর্ণনায় উল্লেখ রয়েছে যে, রসূলুল্লাহ স. ইরশাদ করেন: যে ব্যক্তি এ দুর্গন্ধ গাছ থেকে খায় সে যেন আমাদের মসজিদের নিকটে না আসে। কেননা মানুষ যেসব জিনিসে কষ্ট পায় তা দ্বারা ফিরিশতারাও কষ্ট পায়। (মুসলিম: ১১৩৪) শাব্দিক কিছু তারতম্যসহ এ হাদীসটি বুখারী শরীফেও বর্ণিত হয়েছে।
সারসংক্ষেপঃ পিয়াজ-রসুন খেয়ে মসজিদে আসার নিষেধাজ্ঞা শুধু উক্ত দ্রব্যদ্বয়ের সাথে সীমাবদ্ধ নয়। বরং মুখের দুর্গন্ধে মানুষ ও ফিরিশতারা কষ্ট পায় এমন যে কোন জিনিসের ব্যাপারেই এ হুকুম প্রযোজ্য হবে। কারণ, মূল উদ্দেশ্য মুসলমান কষ্ট পায় এমন কাজ থেকে অন্যদেরকে ফিরিয়ে রাখা। সুতরাং বিড়ি, সিগারেট, হুক্কা, গুল বা এ জাতীয় কোন জিনিস ব্যবহার করা অথবা গুরুত্বসহকারে মেসওয়াক ব্যবহার না করা মুখে দুর্গন্ধ সৃষ্টি করে যা মানুষের জন্য পীড়াদায়ক হয় সবই এ হুকুমের আওতাভূক্ত। রসূলুল্লাহ সা.-এর উদ্দেশ্য এটা নয় যে, আমরা এগুলো ব্যবহার করবো আর মসজিদ ছেড়ে দিবো। বরং উদ্দেশ্য হলো: মসজিদে নিয়মিত আসবো আর যেসব জিনিসের দ্বারা মানুষ কষ্ট পায় তা ছেড়ে দিবো।
Credit Tuneround
When going to the sauna, whether to detox for drug tests or any other reason, it's important to stay hydrated and drink lots of water. In just a short amount of time, you could lose a significant amount of sweat and increase your risk of dehydration. Drink plenty of water before and after going in the sauna. Doing so will not only rehydrate your body but will also help flush the drugs out. The benefits are twofold. Try to drink lots of fluids. Visit: https://www.urineworld.com/