২৬ সেপ্টেম্বর সুর সৈনিকের ৫ম অডিশন
সাংস্কৃতিক প্রতিবেদক:
দেশের স্বনামধন্য সাংস্কৃতিক সংগঠন রংধনুর ব্যবস্থাপনায় আয়োজিত কুমিল্লা জেলাব্যাপী কোরআন তিলাওয়াত ও হামদ-নাত এর জনপ্রিয় রিয়েলিটি শো সুর সৈনিকের ৫ম অডিশন অনুষ্ঠিত হবে আগামী ২৬ সেপ্টেম্বর বৃহ:বার।
নগরীর পদুয়ার বাজার বিশ্বরোড সংলগ্ন আল আজহার মাদরাসায় সকাল ৮টা ৩০ মিনিটে এই অডিশনটি অনুষ্ঠিত হবে। অডিশন শেষে বাছাইকৃতদের নিয়ে নগরীর ঐতিহ্যবাহী কোনো অডিটোরিয়ামে শিঘ্রই অনুষ্ঠিত হবে গ্রেন্ড ফিনালে।
এই পূর্ণ রিয়েলিটি শো’র দায়িত্বে যারা নিয়োজিত তারা হলেন কুমিল্লা শাখার সিনিয়র পরিচালক হাফেজ শাওন আহমাদ শাফী। ইব্রাহীম সাইফী। আব্দুল্লাহ আল সাকিব। মহিউদ্দীন ফরহাদ। রেজাউল হোসেন রেজা। উমর ফারুক পাহাড়পুরী। নাজমুল হাসানসহ অন্যান্যরা।
রেজিষ্ট্রেশন সংক্রান্ত যোগাযোগ: ০১৭৭২২০১১৮৯-০১৯২১৬৮০১২৯
উল্লেখ্য যে, গতবছর থেকে ধারাবাহিকভাবে এই প্রোগ্রামটি কুমিল্লায় আয়োজন করছে রংধনু। এর স্পন্সর হিসেবে আছে গোল্ড সিলভার হোমস লিমিটেড।
via Islamic
Tamarind-ZX7 is the slimmest Laptop in the Walton brand. Personally, I am using this laptop just awesome. So if you want to buy this Click on this link.
https://waltonbd.com/laptop/tamarind/Tamarind-ZX7
Thank you.