কিভাবে অ্যাডসেন্স পিন হাতে পাবেন এবং ভেরিফাই করবেন

আমরা যারা ইউটিউব বা ওয়েবসাইটে কাজ করি তারা জানি গুগল অ্যাডসেন্স সম্পর্কে। ইউটিউব বা ওয়েবসাইটে কাজ করে ইনকাম করতে হলে গুগল অ্যাডসেন্স অনেক জরুরি। কারন এই গুগল অ্যাডসেন্স ছাড়া টাকা হাতে পাওয়া সম্বব নয়। তাই আমরা অনেকে গুগল অ্যাডসেন্সের সাথে পরিচিত।
আমরা হয়তো অনেকে জানি যে গুগল অ্যাডসেন্সে যখন ১০ ডলার হয় তখন গুগল অ্যাডসেন্স আমাদের ঠিকানায় একটি পিন লেটার পাঠায়।
সেই পিন লেটার থেকে পিন দিয়ে গুগল অ্যাডসেন্সের পিন ভেরিফাই করতে হয়।
কিভাবে গুগল অ্যাডসেন্সের পিন লেটার হাতে পাবেনঃ
গুগল অ্যাডসেন্সের পিন পাওয়ার জন্য সটিক ভাবে আমরা আমাদের Nid Card পিছনের অংশে যে ঠিকানা থাকে সেটা দিয়ে পূরন করতে হবে।অনেকে ১ম ২য় ৩য় বারেও গুগল অ্যাডসেন্সের লেটার পায় না ঠিকানা ভুলের কারনে।
সঠিক ভাবে ঠিকানা দেওয়ার পর প্রতি সপ্তাহে এক বার খোঁজ নিতে হবে লেটার কি পোস্ট অফিসে এসেছে কি না।
কিভাবে গুগল অ্যাডসেন্স পিন ভেরিফাই করবেনঃ
অ্যাডসেন্সের পিন ভেরিফাই না করলে আমাদের পেমেন্ট নেওয়া সম্বব নয় তাই গুগল অ্যাডসেন্সের পিন ভেরিফাই জরুরি।প্রথমে আপনার Adsense একাউন্টে লগিন করুন। এরপর নিচের ছবির দেখানো জায়গায় ক্লিক করুন।

এবার Account >> Personal information এ ক্লিক করুন।

এবার Verify Address এ ক্লিক করুন

তারপর এখানে আপনার পিন কোডটি দিয়ে Submit Pin এ ক্লিক করুন।

আশা করি বুঝতে পেরেছেন, তবুও যদি কোনকিছু বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করুন অথবা আমাদের Facebook Page এ মেসেজ করুন।


from BengaliTut.Com - Learn The World In Bengali https://ift.tt/2YTAa33
via bengalitut
You cannot comment with a link / URL. If you need backlinks then you can guest post on our site with only 5$. Contact