What is negligence? অবহেলাটা আসলে কি?

What is negligence? What is negligence? অবহেলাটা আসলে কি? অবহেলাটা আসলে কি? কাউকে অবহেলা করলে কি হয়? আজ আপনি আপনার প্রিয়জনকে অবহেলা করে ফোন দিলেন না,সে আজ রাতে না ঘুমিয়ে বালিশ ভেজালো।আর আপনি তাকে যতই ভালোবাসুন না কেনো,তার এই কান্নায় আপনি এক ধরনের ভালো লাগা অনুভব করবেন। পরেরদিনও আপনি তাই করলেন... আবার ঠিক আগের মতই সে অবহেলা.... এবার খোঁজ নিয়ে জানতে পারবেন সে চোখের পানি ঝরাতে ব্যস্ত। আপনি ভাববেন বাহ..... সে তো আমাকে খুব ভালোবাসে। আপনার ভিতরে অদ্ভুত একধরনের অনুভূতি হবে।বেশ ভালোও লাগবে। আপনি ভাববেন এভাবে যতই অবহেলা করবো,সে আমাকে তত বেশি ভালোবাসবে। আসতে আসতে আপনি আরো বেশি অবহেলা করা শুরু করবেন।এভাবে একদিন হঠাৎ করেই জানতে পারবেন আপনার অবহেলার সত্ত্বেও সে আজ গভীর ঘুমে মগ্ন,তার চোখে আর পানি নেই। বুকের বাম পাশটা চিনচিনিয়ে উঠবে আপনার। নিজেই নিজেকে প্রশ্ন করবেন। একি...সে আজ কাঁদলো না কেনো? সে কি আমাকে আর ভালোবাসেনা? আপনার অবহেলা আপনাকে তার কাছ দূরে সরিয়ে নিয়ে গেছে। আপনার অবহেলায় সে আর কখনো কাঁদবে না। সে হাসবে.... আপনার ভালোবাসায় সে যেমন হাসবে তেমনি আপনার অবহেলাকেও হাসিমুখে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ঘুমিয়ে পড়বে। অবহেলা দিয়ে কখনো ভালোবাসা অর্জন করা যায় না। যেটা করা যায়, তা হল সম্পর্কের মাঝে একটি নিখুঁত ছেদ। ভালোবাসা অর্জন করতে হয় ভালোবাসা দিয়ে। অবহেলা বড়ই খারাপ জিনিস। শুধু মানুষ কেনো?কেউই এটি সহ্য করতে পারেনা। বাড়ির উঠানে সারাদিন পরে থেকে যে কুকুরটি আপনার পায়ে মাথা ঘেঁষানোর দিনভর অপেক্ষা করে,সেটিকে একবার অবহেলা করে দেখুন। দেখবেন দুদিন পর সে কুকুরটিও নিরুদ্দেশ হয়ে যাবে আপনার উঠান থেকে। শত জনমের ভালোবাসাকেও নিমিষেই নিঃশেষ করতে আপনার এক মিনিটের অবহেলায় যথেষ্ট। আপনার প্রিয়তমা আর আপনার শত অবহেলায়ও কাঁদবে না। একাকীত্বকে যে একবার ভালোবেসে ফেলে সে কখনো কাঁদেনা। দিনশেষে আপনি আপনার আগের মানুষটাকে খুঁজবেন কিন্তু সে তখন একাকীত্বকে আলিঙ্গন করে,মুখে এক চিমটি হাসি টেনে গভীর ঘুমে ব্যস্ত। ভালো থাকুন ভালো রাখুন✋☺ লিখেছেন Md. Ashraful Islam

Here is Web story and AMP Version Page

What is negligence?
What is negligence? অবহেলাটা আসলে কি? 

অবহেলাটা আসলে কি?
কাউকে অবহেলা করলে কি হয়?
আজ আপনি আপনার প্রিয়জনকে অবহেলা করে ফোন দিলেন না,সে আজ রাতে না ঘুমিয়ে বালিশ ভেজালো।আর আপনি তাকে যতই ভালোবাসুন না কেনো,তার এই কান্নায় আপনি এক ধরনের ভালো লাগা অনুভব করবেন।
পরেরদিনও আপনি তাই করলেন...
আবার ঠিক আগের মতই সে অবহেলা....
এবার খোঁজ নিয়ে জানতে পারবেন সে চোখের পানি ঝরাতে ব্যস্ত।
আপনি ভাববেন
বাহ.....
সে তো আমাকে খুব ভালোবাসে। আপনার ভিতরে অদ্ভুত একধরনের অনুভূতি হবে।বেশ ভালোও লাগবে।
আপনি ভাববেন এভাবে যতই অবহেলা করবো,সে আমাকে তত বেশি ভালোবাসবে। আসতে আসতে আপনি আরো বেশি অবহেলা করা শুরু করবেন।এভাবে একদিন হঠাৎ করেই জানতে পারবেন আপনার অবহেলার সত্ত্বেও সে আজ গভীর ঘুমে মগ্ন,তার চোখে আর পানি নেই।
বুকের বাম পাশটা চিনচিনিয়ে উঠবে আপনার।
নিজেই নিজেকে প্রশ্ন করবেন।
একি...সে আজ কাঁদলো না কেনো?
সে কি আমাকে আর ভালোবাসেনা?
আপনার অবহেলা আপনাকে তার কাছ দূরে সরিয়ে নিয়ে গেছে।
আপনার অবহেলায় সে আর কখনো কাঁদবে না।
সে হাসবে....
আপনার ভালোবাসায় সে যেমন হাসবে তেমনি আপনার অবহেলাকেও হাসিমুখে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ঘুমিয়ে পড়বে।
অবহেলা দিয়ে কখনো ভালোবাসা অর্জন করা যায় না।
যেটা করা যায়,
তা হল সম্পর্কের মাঝে একটি নিখুঁত ছেদ।
ভালোবাসা অর্জন করতে হয় ভালোবাসা দিয়ে।
অবহেলা বড়ই খারাপ জিনিস।
শুধু মানুষ কেনো?কেউই এটি সহ্য করতে পারেনা।
বাড়ির উঠানে সারাদিন পরে থেকে যে কুকুরটি আপনার পায়ে মাথা ঘেঁষানোর দিনভর অপেক্ষা করে,সেটিকে একবার অবহেলা করে দেখুন।
দেখবেন দুদিন পর সে কুকুরটিও নিরুদ্দেশ হয়ে যাবে আপনার উঠান থেকে।
শত জনমের ভালোবাসাকেও নিমিষেই নিঃশেষ করতে আপনার এক মিনিটের অবহেলায় যথেষ্ট।
আপনার প্রিয়তমা আর আপনার শত অবহেলায়ও কাঁদবে না।
একাকীত্বকে যে একবার ভালোবেসে ফেলে সে কখনো কাঁদেনা।
দিনশেষে আপনি আপনার আগের মানুষটাকে খুঁজবেন কিন্তু সে তখন একাকীত্বকে আলিঙ্গন করে,মুখে এক চিমটি হাসি টেনে গভীর ঘুমে ব্যস্ত।
ভালো থাকুন
ভালো রাখুন

লিখেছেন  Md. Ashraful Islam

PostTutupComment