Make Fake NID Card For Facebook Recovery । Facebook Tricks
Make Fake NID Card For Facebook Recovery । Facebook Tricks .
Hello dear guest - Welcome to mrlaboratory . You have come to mrlaboratory for information about Make Fake NID Card For Facebook Recovery । Facebook Tricks Today I will conclude this article by discussing Make Fake NID Card For Facebook Recovery । Facebook Tricks in detail. Search Google to know more about Make Fake NID Card For Facebook Recovery । Facebook Tricks write Make Fake NID Card For Facebook Recovery । Facebook Tricks or click here mrlaboratory.info for visit. See the page Table of content for know the main topic of this article.
![]() |
Make Fake NID Card For Facebook Recovery - MR Laboratory |
হাই আমি মিজান এম আর ল্যবরেটরি থেকে . আমরা তো সবাই ফেইসবুক ব্যবহার করে থাকি , কিন্তু সেই ফেইসবুক অনেক নিরাপত্তা করা হয়েছে ব্যবহার কারীর সুবিধার জন্য । যেমন অনেকে অতিরিক্ত ফেইক আইডি তৈরি করে থাকে । এতে আসল আইডি খুজে পাওয়া অনেক কষ্টকর । ফেইসবুকের কমিনিটি গাইডলাইন ও বেশি । যা আমরা ভালো করে পড়ে ও দেখি না । হয়ত ইংরেজী না বুঝার কারনে না হয় অবেহেলা । তাই আমরা আজ ও জানিনা কমিনিটি গাইডলাইন এ কি আছে । কমিনিটি গাইডলাইন হচ্ছে কিছু বৈধ নিয়ম নীতি ।যেমন আপনি অন্যের প্রোফাইল পিকচার ব্যবহার করতে পারবেন না , বেশি লিঙ্ক শেয়ার করতে পারবেন না , আরো অনেক আছে । আজকাল অনেক বড় বড় স্পেমার ও রয়েছে যারা অটো লিঙ্ক শেয়ার এর মাধ্যমে , বিজ্ঞাপন করে থাকে । তাই বেশি লিঙ্ক শেয়ার স্পেমিং । এগুলো কিন্তু সব ফেইসবুক নিরাপত্তার জন্য করা হয়েছে । যেমন আপনার নাম এবং ছবি দিয়ে যদি অন্য একজন একাউন্ট তৈরি করে থাহলে আপনি কি করবেন । তারপর অরিরিক্ত লিঙ্ক শেয়ার করা মানে এক ধরনের স্পেমিং । যাই হোক মূল কথায় আসি । ফেইসবুক নিরাপত্তার কারনে আজকাল অনেকের ফেইক আইডি নষ্ট হয়ে যাই । কারন তারা ফেইসবুকের নিয়ম অতিক্রম করে এবং ফেইসবুক সন্দেহ করে । এতে অনেকের রিয়েল আইডি ও চলে যায় । হয়ত এই পোষ্ট টি যারা পড়তেছে তাদের আইডি ও চলে গেছে । ভুল ত্রুটি হতে পারে তাই ফেইসবুকে পাশাপাশি আরেকটি সিস্টেম করে রেখেছে , যে আইডি গুলো ডিলিট বা ডিসেবল করা হয়েছে , সেগুলো যদি আপনি রিয়েল প্রমান করতে পারেন তাহলে আপনার আইডি আপনাকে দিয়ে দিবে ।
দিয়ে দেওয়ার জন্য আপনি প্রামান করবেন কিভাবে
আপনাকে প্রামান করতে হবে যে আপনি আসলে একজন রিয়েল ফেইসবুক ব্যবহার কারী । এজন্য আপনাকে কিছু ডকুমেন্ট দিতে হবে তাদেরকে । যেমন পাসপোর্ট , জাতীয় পরিচয় পত্র , ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি । এই ডকুমেন্ট গুলো স্কেন করে তাদেরকে পাঠাইতে হবে , এবং তারা রিভিউ করে দেখবে , তারপর আইডি ফিরিয়ে দিবে ।
এখন এই ডকুমেন্ট গুলো তো অনেকের না ও থাকতে পারে।
তাই না তাহলে তারা কি করবে ???
চিন্তার কিছু নেই ভাই আমি আছি । আজকেই এই টিটরিয়াল টি আপনাকে সাহায্য করবে ।
আমি দেখাব কিভাবে এই ডকুমেন্ট গুলো ফেইক ভাবে তৈরি করতে হয় ,
একদম রিয়েল এর মতো দেখাবে , এখন আমি যে দেখাব এইটা তো একটা অবৈধ কাজ ।
কারন একটি আইডি কপি করা মানে তো অপরাধ । তাই আপনাদের কাছে একটি রিকুয়েষ্ট থাকবে যে
এই আইডি গুলো যেন অন্য কথাও ব্যবহার না করেন । আমার এই কথাটা অবস্যয় রাখবেন ।
তবে বলে নিচ্ছি কেউ যদি খারাপ কাজে ব্যবহার করেন তাহলে আমি দায়ি না ।
যদি আপনি খারাপ কাজে ব্যবহার করার ইচ্ছা থাকে তাহলে আপনার এই আইডি তৈরি করতে হবে না , চলে যান । আমার পোষ্ট থেকে এখনি চলে যান ।
যদি আমার কথাটি রাখতে পারেন তাহলে থাকুন ।
যাই হোক আজকে আমি ফেইক জাতীয় পরিচয় পত্র বানানোর একটি এন্ড্রইড এপ্স দিব ।
এবং দেখিয়ে দিব কিভাবে করতে হবে ।
প্রথমে এপ্স টি ডাউনলোড করে নিন ।
![]() |
NID Card make for facebook |
এপ্স টি ডাউনলোড করার পর ইন্সটল করবেন ।
তারপর ওপেন করবেন । অনেকে এখন বাকি কাজ গুলো নিজে নিজে করতে পারবেন , তাও আমি বলে দিচ্ছি ।ওপেন করার পর এই রকম চেহেরা দেখতে পারবেন ।
যদি ও এপ্স টি মেহেদি ভাইয়ের , তাই তার নাম দেখা যাচ্ছে ।
যাই হোক কাজে লাগাতে পারলেই হলো । Create ID তে ক্লিক করবেন ।
![]() |
BD NID Card make - MR Laboratory |
তারপর আপনি কি রকম আইডি কার্ড তৈরি করতে চান , তা সিলেক্ট করবেন ।
যেমন এইখানে ৩ টি অপশন আছে
প্রথম টা হচ্ছে আইডি কার্ডের সামনের দিক
দ্বিতীয় টা হচ্ছে পিছনের দিক
তিতীয় টা হচ্ছে দুই পাশ একসাথে
তাহলে আমরা অবস্যয় ৩ নাম্বার টাই সিলেক্ট করব
![]() |
BD NID Card make - MR Laboratory |
![]() |
BD NID Card make - MR Laboratory |
তারপর আপনার ফেইসবুকের সাথে মিলিয়ে কিছু তথ্য দিতে হবে ।
যেমন নাম ঠিকানা , ব্লাড গ্রুপ , তারপর আপনার ছবি ,
আর মা বাবার নাম গুলো ইচ্ছা মতো দিতে পারেন ।
ইংরেজী গুলো ইংরেজী এবং বাংলা গুলো বাংলাতে লিখবেন
পাশে ব্রেকেটে দেওয়া আছে কোনটা বাংলা এবং কোনটা ইংরেজীতে লিখবেন ।
? চিহ্ন এর উপরে প্রেস করলে উদাহারন দেখতে পারবেন ।
![]() |
NID Card make - MR Laboratory |
![]() |
NID Card make for facebook |
তারপর এই রকম পেইজ আসবে , Save করে ফেলবেন ।
![]() |
NID For facebook - mrlaboratory |
তারপর আপনার গেলারিতে Save হয়ে যাবে । তারপর এক্টূ এডিট করে নিছে একটি ক্রেডিট আছে তা রিমোভ করে দিবেন । নিছে একটি নাম খেয়াল করলে দেখতে পারবেন ।
তারপর সামনের দিক এবং পিছনের দিক ক্রপ করে ফেলবেন ।
আবারো বলে নিচ্ছি কেউ খারাপ কাজে এই আইডি টা ব্যবহার করবেন না ।
তো বন্ধুরা আজকে এইটূকুই , ভালো লাগলে আমাদের টিটোরিয়াল টির লিঙ্ক আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন , এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগল ।
নেক্সট দেখাব কিভাবে পাসপোর্ট নকল করতে হয় , তাও শুধু ফেইসবুক সাবমিট দেওয়ার জন্য ।
আইডি কার্ড তৈরি করার পর সাবমিট দেওয়ার জন্য এই টিউটোরিয়াল ফলো করুন ।
ভালো থাকুন এই প্রত্যশা রেখে বিদায় নিচ্ছি । বাই
You are indeed a valued reader of mrlaboratory.info. Thank you so much for reading Make Fake NID Card For Facebook Recovery । Facebook Tricks article. Please let us know how you feel after reading this article.
লিংক এ তো ঢুকা যাচ্ছেনা।
লিঙ্ক এ ঢুকা যাবে না , ক্লিক করলে একটা এপ্স ডাউনলোড হয়ে যাবে , গুগল ক্রোম ব্রাউজার দিয়ে ট্রাই করে দেখুন ।
কমেন্ট করার জন্য ধন্যবাদ
[email protected] এ ডাউনলোড লিংকটা পেলে কৃতজ্ঞ থাকব। নর্মালি ডাউনলোড করতে পারছি না ভাইয়া।
এই লিঙ্ক এ ক্লিক করুন , গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করুন
https://drive.google.com/uc?id=1ECyx3VJtJxjBP7NXePfp33D8biPJ4hje&export=download
ভাইয়া ডাউনলোড করেছি বাট ইনস্টল হচ্ছে না
SSC Suggestion 2021 All Boards
BD JSC/JDC Question Pattern