Instrument for mobile Youtuber
আমাদের বাংলাদেশে ৮০% চেনেল এ মোবাইল দিয়ে ভিডিও তৈরি করে থাকে এবং এডিট করে থাকে । কারন ৮০ % ই ছোট ইউটিউবার , যারা বড় হয়ে গেছে তারা মোবাইল দিয়ে ভিডিও করলে ও এডিট করে কম্পিউটার দিয়ে । তাও এর মধ্যে কিছু ইউটিউবার আছে যারা কম্পিউটারের কাজ কঠিন মনে করে এবং তারা মোবাইল দিয়ে কাজ করে । তাই আজ আমি মোবাইল ইউটিউবার দের জন্য যা যা দরকার সব একটি একটি করে আলোচনা করব ।
যারা এখনো ইউটিউব চেনেল তৈরি করো নাই । তারা এই টিটোরিয়ালটি দেখে আসতে পারো ।
আমরা জানি যে মোবাইল এর জন্য সব থেকে ভালো একটি ভিডিও এডিটর হচ্ছে
KineMaster – Pro Video Editor
তারপর আরো কিছু আছে যেমন
PowerDirector - Video Editor App,
VivaVideo - Video Editor & Photo Movie
viva একটি প্রো ভার্সন ও রয়েছে যা ২৫০ টাকা ।
ভিডিও এডিট করার জন্য ফ্রি মিউজিক ডাউনলোড করতে এই টিটোরিয়াল দেখুন ।
কিভাবে কপি রাইট ফ্রি মিউজিক ডাউনলোড করবেন ইউটিউব এর জন্য ? ? ? - Download Free music for youtube & website .
VivaVideo PRO Video Editor HD
আপনাদের জন্য ভিডিও এডিটর নিয়ে একটি টিটোরিরাল করব ইনশাআল্লাহ ।
তারপর স্কিন রেকর্ডর । মোবাইল দিয়ে বেশিরভাগ ইউটিউবিং করার জন্য স্কিন রেকর্ডরের প্রয়োজন ।
মানে মোবাইল এ আপনি যা টিপাটিপি করবেন সব রেকর্ড হয়ে যাবে ।
এই স্কিন রেকর্ডর বেশি প্রয়োজন হয় টেক ইউটিবারদের জন্য ।
তাই ভালো একটি স্কিন রেকর্ডর হচ্ছে মোবিজেন ।
Mobizen Screen Recorder
এইটির একটি সেমসাং এর জন্য ভার্সন রয়েছে । যারা সেমসাং ব্যবহার করেন তারা এটি ইউজ করতে পারেন । অনেক ভালো একটি স্কিন রেকর্ডর ।
এখন ভিডিও রেকর্ড এডিট করলেন এখন আপনাকে ভিডিও আপলোড করতে হবে ।
ইউটিউব আপ্স দিয়ে ভিডিও আপলোড করা যাই কিন্তু ট্যাগ দেয়া যায় না , ভালো করে ডিসক্রিপশন দেয়া যাই না ।
এজন্য আপনি Chrome ব্রাউজার ব্যভার করেত পারবেন ।
এইখানে আপনি কম্পিউটারের মতো সব কিছু ব্যবহার করতে পারবেন ।
এখন আসতেছে থাম্বনিল । থাম্বনিল টা হচ্ছে আমরা যখন কোন ভিডিও দেখি তা ওপেন করার আগে যে চেহেরা টা দেখা যায় যে পিকচার টা দেখা যায় , তা হচ্ছে থাম্বনিল ।
থাম্বনিল বানানোর জন্য ভালো একটি এন্ড্রইড এপ্স হচ্ছে পিক্সেল লেব । এইটা দিয়ে আপনি প্রফেশনাল থাম্বনিল তৈরি করতে পারবেন । আসলে এইটা দিয়ে আমি এখনো থাম্বনিল তৈরি করি ।
আমার এইটা পটোসপ থেকে ইজি মনে হয় ।
আপনারা ও ট্রাই করতে পারবেন ।
Download link
এখন আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলি ।
আপনি ইউটিউব চেনেল তৈরি করলেন ভিডিও তৈরি করলেন । এখন আপ্লোড দেয়ার সময় একটি জিনিস খেয়াল রাখবেন যে ভালো ট্যাগ ভালো ডিসক্রিপ্সন দিতে ।
যাতে আপনার চেনেল রেঙ্ক এ আসে । ভালো করে থাম্বনিল তৈরি করবেন । থাম্বনিল তৈরি করার সময় একটি জিনিস মাথায় রাখবেন তা হলো আপনার ভিডিও র টপিক অনুযায়ী কালার দিবেন ।
থাম্বনিল তৈরি করার জন্য ফ্রি ছবি ডাউনলোড করতে এই টিটোরিয়াল টি দেখুন ।
কপিরাইট ফ্রি ছবি ও বিভিন্ন ডকুমেন্ট ডাউনলোড করুন গুগল থেকে ।
ধরুন আমি ইউটিউব নিয়ে ভিডিও আপলোড দিব তাইলে আমি লাল কালার টা অবস্যয় রাখব ।
এতে দর্শক ভিডিও দেখতে আগ্রহী ।
ইউটিউবে এমন কিছু সিক্রেট টিপস আছে , যা কেউ ফ্রিতে বলে না ।
ইউটুব টিপ্স নিয়ে আমাদের পরবর্তী টিটোরিয়াল ।
এমন কিছু টিপস নিয়ে হাজির হব যেগুলো আপনার কাজে আসবেই ।
সাথে থাকুন । ধন্যবাদ ।
© Copyright MR Laboratory
You cannot comment with a link / URL. If you need backlinks then you can Contact with us