ডিসেবল ফেইসবুক আইডি কিভাবে ফিরিয়ে আনবেন । How To recover Disable Facebook Id .
ডিসেবল ফেইসবুক আইডি কিভাবে ফিরিয়ে আনবেন ???
How To recover Disable Facebook id ???
![]() |
ডিসেবল ফেইসবুক আইডি কিভাবে ফিরিয়ে আনবেন । How To recover Disable Facebook Id . |
বর্তমান বিশ্বে এখন সবছেয়ে বড় সোশাল নেটওয়ার্ক হচ্ছে ফেইসবুক । এই ফেইসবুক সিকিউরিটি হচ্ছে প্রতিনিয়ত । কিন্তু ব্যবহারকারী একের অধিক ফেইসবুক একাউন্ট খোলার কারনে ফেইসবুকে আসল ইউজারদের খুজে পেতে সমস্যা হয় । এজন্য ফেইসবুক অনেক একাউন্ট ডিসেবল করে দিচ্ছে । তার মধ্যে অনেকের আসল আইডি ও ডিসেবল হয়ে যাচ্ছে । যদি আপনার আসল আইডি টি ডিসেবল হয়ে থাকে তাহলে তা যদি আসল প্রমান করতে পারেন তাহলে আপনার আইডি ফিরিয়ে দেওয়া হবে এমন সিস্টেম ও তৈরি করে রেখেছে ফেইসবুক । আসল প্রমান করতে আপনার কিছু আসল ডকুমেন্ট তাদেরকে দেখাতে হবে । তাই আজ আমারা দেখব কিভাবে ডিসেবল আইডি ফিরিয়ে আনতে হয় । চলুন তাহলে শুরু করি ।
প্রথমে আপনার ব্রাউজার ওপেন করবেন এবং নিছের লিঙ্ক এ ভিসিট করবেন ।
Click here
তারপর আপনার এই রকম পেইজ আসবে
এইখানে প্রথম বক্স এ আপনার ইমেইল ঠিকানা অথবা আপনার ফোন নাম্বার দিবেন ।
আপনার ফেইসবুক আইডিতে যদি কোন ইমেইল এড করা থাকে তাহলে অবস্যয় ইমেইল ঠিকানা দিবেন । আর যদি না থাকে নাম্বার দিবেন ।
তার পরের বক্স এ আপনার ফেইসবুক আইডির পুরো নাম দিবেন ।
তারপর আইডি । এইখানে আনি যা যা দিতে পারবেন ।
- Birth certificate
- Driver's license
- Passport
- Marriage certificate
- Official name change paperwork
- Personal or vehicle insurance card
- Non-driver's government ID (ex: disability, SNAP card, national ID card, pension card)
- Green card, residence permit or immigration papers
- Tribal identification or status card
- Voter ID card
- Family certificate
- Visa
- National age card
- Immigration registration card
- Tax identification card
সব কিছু করার পর সেন্ড এ ক্লিক করবেন ।
আপনার ইনফরমেশন যদি ঠিক থাকে তাহলে আপনাকে ইমাইল করে জানানো হবে ।
যারা ইমেইল দেন নাই তারা লগ ইন করার চেষ্টা করে দেখতে হবে আইডি ঠিক হয়েছে কিনা ।
সময় নিতে পারে ২৪/৪৮ ঘন্টা ।
আপনার জম্মতারিখ , ঠিকানা , নাম এবং আপনার আইডি টা আসল তা প্রমানিত হলে আবস্যয় আপনার আইডি পেয়ে যাবেন ।
যাদের এইসব নেই তাদের জন্য ও একটি পদ্ধতি আছে । তার জন্য পরবর্তী টিটোরিয়াল এর জন্য অপেক্ষা করুন ।
ধন্যবাদ সবাইকে ।
© Copyright MR Laboratory
![]() |
ডিসেবল ফেইসবুক আইডি কিভাবে ফিরিয়ে আনবেন । How To recover Disable Facebook Id . |
You cannot comment with a link / URL. If you need backlinks then you can Contact with us