ফেইসবুক আইডিকে পেইজে কনভার্ট করুন , যতগুলো ফ্রেন্ড তত গুলো লাইক থাকবে । Convert page to Facebook ID - MR Laboratory
ফেইসবুক আইডিকে পেইজে কনভার্ট করুন , যতগুলো ফ্রেন্ড তত গুলো লাইক থাকবে - MR Laboratory . Convert facebook id to page, like so many friends will be like - MR laboratory
![]() |
MR Laboratory : Facebook profile to page |
হাই আমি , মিজান , এম আর ল্যাবরেটরি থেকে ।
আজ আমি আপনাদের দেখাব কিভাবে ফেইসবুক আইডিকে পেইজে রুপান্তর করতে হয় ।ফেইসবুক পেইজ জিনিসটা সবাই জানে আমাকে আর নতুন ভাবে বুঝিয়ে দিতে হবে না।
ফেইসবুক ফেইজ নতুন তৈরি করলে কিন্তু কোন লাইক থাকে না , কিন্তু আজ আমি পদ্ধতিটা দেখিয়ে দিব এতে আপনার যত ফ্রেন্ড আছে তত লাইক থাকবে ।
ধরুন আপনার ফেইসবুক আইডিতে ৪৫০০ ফ্রেন্ড আছে । তাহলে
তাহলে ঐ আইডিকে যদি পেইজে কনভার্ট করি তাহলে , আপনার পেইজে ৪৫০০ লাইক থাকবে ।
কিন্তু নরমালি নতুন পেইজ তৈরি করলে কোন লাইক থাকে না ।
আজ আমি যেই পদ্ধতি টা দেখিয়ে দিব তা হল পেইজ মাইগ্রেট ।
আপনি হয়ত ভাবতেছেন আপনার আইডি চলে যাবে পেইজ মাইগ্রেট করলে । না পেইজ মাইগ্রেট করলে আপনার আইডির কোন পরিবর্তন হবে না ।
চলুন তাহলে দেখে আসি কিভাবে পেইজ মাইগ্রেট করতে হয় ।
সর্ব প্রথম আপনার ব্রাউজার ওপেন করবেন এবং আপনার ফেইসবুক আইডি লগ ইন করে নিবেন ।
নিছের লিঙ্ক এ ভিসিট করবেন । মোবাইল থেকে Chrome ব্রাউজার ব্যবহার করবেন ।
Click here for Page migrate
এই রকম একটি পেইজ দেখতে পারবেন ।
স্কিন শর্ট গুলো ফলো করুন ।
![]() |
MR Laboratory : Page migrate |
তারপর Get Started এ ক্লিক করবেন ।
![]() |
MR Laboratory : Page migrate |
তারপর কি ওয়ার্ড বক্স এ আপনার কি ওয়ার্ড দিন ।
![]() |
MR Laboratory : migrate your page |
এইখান থেকে আপনার পছন্দের কি ওয়ার্ড লিখুন ।
![]() |
migrate your page |
আপনি আলাদা ভাবে ও লিখতে পারেন , আবার কি ওয়ার্ড এ ক্লিক করলে হয়ে যাবে ।
যে কোন তিনটি কি ওয়ার্ড দিতে পারবেন ।
আপনি কি বিষয় নিয়ে পেইজ তৈরি করতে চান , তার সাথে মিলিয়ে কি ওয়ার্ড দিবেন ,
এতে আপনার পেইজ সহজে খুজে পাবে ।
এই টা সার্চ এর জন্য অনেক প্রয়োজন ।
কি ওয়ার্ড তিনটি দেওয়ার পর Next এ ক্লিক করবেন ।
![]() |
MR Laboratory : select your keyword |
তারপর এই রকম একটি পেইজ আসবে । এইখানে আপনার সব ফ্রেন্ড লিস্ট এবং সব ফলোয়ার লিস্ট দেখাবে । এখান থেকে সব সিলেক্ট করে দিবেন , বেসিক ভাবে সব সিলেক্ট করা থাকে , আপনি তারপর NexT এ ক্লিক করবেন ।
![]() |
MR Laboratory : facebook page migrate |
তারপর আপনার স্টাটাস গুলো দেখাবে , আপনি আপনার স্টাটাস গুলো ও চাইলে পেইজে এডজাস্ট করে নিতে পারেন ।
তারপরে Next এ ক্লিক করবেন ।
![]() |
MR Laboratory - add video in your page |
তারপর Create page এ ক্লিক করবেন ।
![]() |
MR Laboratory - facebook page migrate |
তারপর লোডিং হতে থাকবে কিছুক্কন ।
![]() |
MR Laboratory - page migrate |
তারপর কিছুক্ষন পর আপনার কাছে নটিফিকেশন আসবে , migration complated নামে ।
ওই নোটিফিকেশন এ ক্লিক করবেন ।
![]() |
MR Laboratory - migrate your facenbook page |
তারপর আপনার পেইজ পাবলিশ করার জন্য বলা হবে ।
Your new Page is ready! Preview and publish your Page.
এইখান থেকে আপনি publish এ ক্লিক করবেন ।
![]() |
MR Laboratory - complately migrate your facebook page |
আপনার সব স্টেপ শেষ এখন । আপনার সব ফ্রেন্ড এর লাইক গুলো আসতে একদিন মতো সময় লাগতে পারে ।
আপনার আইডির নাম অনুযায়ী পেইজের নাম হবে । পরবর্তীতে পরিবর্তন করতে পারবেন ।
পেইজের সেটিং নিয়ে আমাদের নেক্সট পোষ্ট করা হবে , সাথে থাকুন ।
ধন্যবাদ ।
এই টিটোরিলটির ভিডিও দেখুন ।
© Copyright MR Laboratory
You cannot comment with a link / URL. If you need backlinks then you can Contact with us