সবাই তো শিকতে চাই ...। Everyone wants to learn
আমি মিজান
আমি চাই আমি যা শিখব তা অন্যজনকে ও শিখাব ।
শিখার কোন শেষ নাই । তাই প্রতিদিন বই পড়ে বা কোন পত্রিকা পড়ে নতুন
কিছু শিখা , জ্ঞানী মানুষের লক্ষন । একটা কথা আছে , যতই পড়িবে ততই শিখিবে ,
আমি চেষ্টা করি প্রতিদিন নতুন নতুন কিছু শিখতে । এবং আমি যা শিখব তা
আমি আমার ব্লগে শেয়ার করব যাতে করে আরো কয় একজন মানুষে
শিখতে পারে ।
জ্ঞান এমন না যে অন্য জনকে শিখালে নিজের জ্ঞান চলে যাবে । বরং আরো
জ্ঞানের পরিধি বাড়তে থাকে । তাই আমি সবসময় আমি যা শিখি তা অন্য
জনকে শিখার সুযোগ করে দি ।
যার জন্য আমি একটি ব্লগ সাইট এবং একটি ইউটুব চেনেল তৈরি করেছি ।
যেখানে আমি নতুন নতুন টপিক নিয়ে কন্টেন্ট তৈরি করি ।
আশাকরি আপ্নারা সাপোর্ট দিবেন ।
আপ্নারা যদি আমার পাশে থাকে আমাকে সাপোর্ট দেন তাহলে আমি আরো
উথসাহিত হব ।
ধন্যবাদ ।
You cannot comment with a link / URL. If you need backlinks then you can Contact with us